সৎ সঙ্গে সর্গ বাস,অসৎ সঙ্গে সর্বনাশ।

 

 ১.যে মানুষ গুলো ভালো তারা কখনো সৎ সঙ্গ ত্যাগ করে না, তারা চায় সব সময় ভালো মানুষের পাশাপাশি থাকার জন্য, তারা কখনো নিজের সুবিধার কথা ভাবে না, তারা সব সময় সবার কথা ভেবে চিন্তে কাজ করে থাকে। সবার কল্যাণের  জন্য সব সময় কাজ করে নিজের জীবনকে উৎসর্গকরে দেয়।

২.অসৎ মানুষ কখনো ভালো চিন্তাভাবনা করে না, তারা সব সময় নিজের জন্য ভাবে আর যারা তাদের সঙ্গ নেয় তারাও কিছু দিনের মধ্যে তার মত খারাপ হয়ে যায়।অসৎ মানুষ কখনো অন্য মানুষের ভালো চায় না, তারা চায় কিভাবে মানুষকে বিপদে ফেলে নিজের সুবিধা আদায় করে নিতে পারে। তারা কখনো অন্য মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারে না।


❤️❤️প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম, আপনাদের কাছে একটা কথা আপনারা কখনো নিজের জন্য অন্য মানুষের ক্ষতি করবেন না ❤️❤️
তাই নিজের জীবনকে উৎসর্গ করতে শিখুন। আপনাদের ছেলে-মেয়েদের আদব শিখান এবং শৃঙ্খলা শিখান যাতে করে বর্তমান পরিবেশ থেকে ভালো পরিবেশ সৃষ্টি করতে পারে। 

⭕সকলকে জানাই আমার পক্ষ থেকে শুভকামনা ⭕

মন্তব্যসমূহ