ফজর সালাতের গুরুত্ব
মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করি।
ফজর, যোহর, আসর, মাগরিব, এশা
এর মধ্যে ফজরের সালাত হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারন এই নামাজ সবায় সঠিক সময়ে সঠিক ভাবে আদায় করতে পারেনা, শুধু মুমিন বান্দা ছাড়া। ফজরের সালাত আদায় করতে মনের শক্তি, ইচ্ছা আর নিয়মতান্ত্রিকতা একমাত্র হাতিয়ার হিসেবে কাজ করে। না হয় অবহেলা, অলসতা,এগঘায়িমী কখনো সালাম আদায় করতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে সঠিক দ্বীন এর বুজ দান করুক এবং পাঁচ ওয়াক্তের নামাজের জন্য সঠিক সময়ে সঠিক ভাবে আদায় করার তাওফিক দান করুক।
১★ফজর ওয়াক্ত নামাজ কায়েম করতে পারলে সারাদিন তার সুফল পাওয়া যায়।
২★কাজে মনে বসে পড়তে ভালো লাগে, কাজ করতে শারীরিক মানসিক ভাবে পুস্তুত থাকা যায়।
৩★মনের মধ্যে আল্লাহ ভীরু, আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা, বৃদ্ধি পায়।
৪★হযরত মুহাম্মদ (সাঃ)এর সুন্নতের প্রতি শ্রদ্ধাশীল, হতে সাহায্যে করে।
❤️❤️❤️আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের সবাইকে সঠিক দ্বীন এর পথে এগিয়ে আসতে নেক হায়াত দান করুক। আর পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করার তাওফিক দান করুন আমিন।❤️❤️❤️
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন