সঙ্ঘায়ন শক্তিকে মহাশক্তিতে রুপান্তরিত করে,সৎসঙ্গে সঙ্ঘবদ্ধ হোন সাফল্য আপনারই। লিডার হিসাবে আপনি কেমন যেনে নিন।
১। 🔷করো ভুল হয়ে গেলে তা তাকে আড়ালে বলুন সমমর্মিতার সাথে, সংশোধন করার নিয়তে;অপদস্থবা
হেয় করার উদ্দেশ্যে নয়। দুর্ব্যবহার করবেন না, নিয়মানুযায়ী প্রয়োজনীয়পদক্ষেপ নিন।
২। 🔷 দায়িত্ব অর্পনের পর হস্তক্ষেপ করবেন না,এবং বার বার কাজের খোঁজ নিবেন না। ভুল এড়াতে
প্রয়োজনে পর্যবেক্ষন করুন,যোগাযোগ রাখুন।
৩। 🔷নতুন কাউকে পেয়ে নিজের জোর-জবরদস্তি ভাবে
কাজ চাপিয়ে দিবেন না, তাকে সহযোগিতা করেন,সময় দেন সকলের সাথে নিজের কাজ বুঝে নিতে
। ক্রমান্বয়ে কাজের পরিমান বাড়িয়ে দিন।
🔷🔷🔷নিজের কাজ নিজে করার মন-মানসিকতা গড়ে তুলন।🔷🔷🔷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন