বিয়ের সর্ত
বিয়ের শর্ত, 💕
১| বিনা কারণে পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করা যাবে না।
২| ফরজ রোজা ও নফল রোজা রাখতে হবে।
৩| সব সময় পর্দায় থাকতে হবে ও মাথা থেকে কখনও কাপড় যেন না পড়ে।
৪| পর পুরুষের সামনে যাওয়া বা তাদের সাথে কথা বলা যাবে না।
৫| উচ্চস্বরে কথা বলা বা হাসাহাসি করা যাবে না।
৬| স্বামীর সকল কথা মেনে চলতে হবে।
৭| কারো গিবত করা বা শোনা যাবে না।
৮| আপনার স্বামী চাইলে মোবাইল ব্যবহার করতে পারবেন না হলে পারবে না।
৯| কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে।
১০| ফজর নামাজ পড়ার পড় সুরা ইয়াসিন ও রাতে সুরা মুলক ও সুরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে।
১১| সময় পেলে ইসলামিক বই পড়তে হবে, ও বিভিন্ন মাছনুন দুয়া পড়তে হবে।
১২| অন্য কারোর মোবাইল এ নিজের ছবি তোলা যাবে না।
১৩| গান, ছবি, নাটক, সিরিয়াল দেখা যাবে না, ওয়াজ ও গজল শুনতে হবে।
১৪| সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ও মেহমানদের আপ্পায়ন করতে হবে।
এমন শর্ত যদি কোনো ছেলে দেয় পারবা তো বিয়ে করতে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন