ভালোবাসা এবং সম্মান

𝐋𝐨𝐯𝐞 𝐚𝐧𝐝 𝐑𝐞𝐬𝐩𝐞𝐜𝐭❤

দাম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেদের কে বুঝা। আমরা কেউ ই ১০০% 𝐩𝐞𝐫𝐟𝐞𝐜𝐭 হতে পারবোনা। কিন্তু একটা সুন্দর সংসার গড়ে তুলতে নিজেদের মধ্যে সঠিক বোঝাপড়া টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বা আপনার স্বামী বা স্ত্রী আপনার কাছে কি চাচ্ছে সেটি বুঝা অনেক বেশি গুরুত্বপুর্ণ।🚨

⛔ আমাদের সমাজে একটা কথার প্রচলন আছে যে ছেলেদের মন বোঝা তো সহজ কিন্তু মেয়েদের মন সহজে বোঝা যায় না, আমরা বুঝিনা কেনো মেয়েটি রেগে গেলো ইত্যাদি। কিন্তু এটি কিন্তু আমাদের ভুল ধারণা। বিষয়টি কিন্তু এরকম নয়।

👉 একজন স্বামী যে কিনা তার অফিস শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে নরমাল টিভি দেখছে বা ফোন ঘাটছে। তখন আপনার স্ত্রী যদি আপনার কাছে এসে কয়েকবার ঘুরে যায় এবং আপনি যদি ঐ একই কাজ করতে থাকেন দেখবেন আপনার স্ত্রী কিন্তু পরক্ষণে রেগে যাবে। আপনার হয়তো মনে হতে পারে যে আপনার স্ত্রী কেনো রেগে গেলো। কিন্তু এখানে একটা বুঝার বিষয় আছে আপনার। সারাদিন পর আপনি বাসায় এসেছেন আপানার স্ত্রী চাইবে আপনার সাথে সময় কাটাতে, গল্প করতে। সেটি না করে যদি আপনি অন্য কাজ করতে থাকেন যেটি অতটা গুরুত্বপূর্ণ না, সেক্ষেত্রে আপনার স্ত্রীর রাগ করা স্বাভাবিক।

আবার, মেয়েদের ক্ষেত্রে যদি বলি, আপনার স্বামীকে যদি আপনি রাগান্বিত হয়ে কটু কথা বলেন বা 𝐕𝐞𝐫𝐛𝐚𝐥 𝐀𝐛𝐮𝐬𝐞 করেন সেটিও কিন্তু ঠিক না। সারাদিন ব্যস্ত সময় কাটানোর পর আপনার স্বামী যদি আপনার সাথে সময় কাটাতে চায় বা গল্প করতে চায় আপনাকে সেটিও বুঝতে হবে। তা না করে আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করে ফেলেন তখন আপনার স্বামীর মনের মধ্যে খারাপ প্রভাব পড়বে। এভাবে ধীরে ধীরে আপনাদের দুরত্ব তৈরি হতে থাকবে যা একটা সম্পর্কে কখনোই ভালো নয়।💔

🔵 এজন্য স্বামী স্ত্রীর মধ্যে 𝐔𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 বিষয়টা অনেক বেশি প্রয়োজন। সব কথা সবসময় মুখে বলে প্রকাশ করা যায় না। কিছু কিছু বিষয় নিজে থেকেই বুঝতে হয় আপনার পার্টনার কি চায়। দাম্পত্য জীবনে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি না হলে সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে এবং যার ফল পরবর্তীতে ভালো হয়না। এজন্য দাম্পত্য জীবনে 𝐔𝐧𝐝𝐞𝐫𝐬𝐭𝐚𝐧𝐝𝐢𝐧𝐠 অনেক প্রয়োজন।

📍 এই 𝐖𝐫𝐢𝐭𝐞-𝐮𝐩-টি লেখা হয়েছে “𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐭𝐢𝐦𝐚𝐜𝐲” কোর্স থেকে। আমাদের 𝟏-𝐘𝐞𝐚𝐫 𝐒𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐩𝐭𝐢𝐨𝐧 𝐏𝐥𝐚𝐧-টিতে “𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝐚𝐧𝐝 𝐈𝐧𝐭𝐢𝐦𝐚𝐜𝐲”-সহ 𝐋𝐢𝐟𝐞𝐒𝐩𝐫𝐢𝐧𝐠-এর আরো ১১টি 𝐅𝐥𝐚𝐠𝐬𝐡𝐢𝐩 𝐂𝐨𝐮𝐫𝐬𝐞 পাচ্ছেন ১ বছরের জন্য মাত্র ৯,৯৯০ টাকায়। সাবস্ক্রিপশন প্ল্যানটি 𝐏𝐮𝐫𝐜𝐡𝐚𝐬𝐞 করতে 𝐂𝐥𝐢𝐜𝐤 করুন 𝐂𝐨𝐦𝐦𝐞𝐧𝐭-এ দেওয়া 𝐋𝐢𝐧𝐤-এ 👇

মন্তব্যসমূহ